১৭ পৌষ, ১৪৩২ - ৩১ ডিসেম্বর, ২০২৫ - 31 December, 2025

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়েতের এমপি প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

2 hours ago
13


পীরগঞ্জ (রংপুর) প্রতিবেদক:

রংপুরের পীরগঞ্জ ৬ আসনের এমপি প্রার্থী মোঃ নুরুল আমিনের সাথে পীরগঞ্জে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় পীরগঞ্জ উপজেলা জামায়াতের নিজস্ব অফিস কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মওলানা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে, ঐ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর সহ বক্তব্য রাখেন ২৪' রংপুর ৬ পীরগঞ্জ আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সহকারী অধ্যাপক মওলানা মোঃ নুরুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর খাইরুল আযম বিএসসি, সঞ্চালনা করেন উপজেলা মিডিয়া ও তথ্যপ্রযুক্তি বিভাগের সভাপতি মোঃ মেজবা উল হক।

মওলানা নুরুল আমিন বলেন, পীরগঞ্জে প্রাকৃতিক সম্পদ কয়লা, লৌহ খনি উত্তোলনের মাধ্যমে আত্মনির্ভরশীল আধুনিক উপজেলা বিনির্মাণে জামায়াত বদ্ধ পরিকর। একটি দল আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের নিজিদের দলে কাজ করতে বিভিন্ন মুখী হুমকি দিচ্ছেন। তাদের কথায় রাজি না হলে গ্রেফতার সহ নানা মুখী পুলিশি হয়রানির শিকার করছেন।

সভার শুরুতেই বেগম খালেদ জিয়া রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth