ইসলামি অর্থনীতির ভিত্তিতে কৃষি অর্থনীতি জোরদার করতে পারলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব- গোলাম রব্বানী
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের রংপুর জেলা শাখার উদ্যোগে এক কৃষি শ্রমিক শিক্ষা বৈঠক সমাবেশ শনিবার (২ নভেম্বর) নগরীর শাপলা চত্বরে মরহুম আনোয়ারুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ গোলাম রব্বানী।
কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের রংপুর জেলা সভাপতি শাহাদত মাজেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, সহকারী আঞ্চলিক পরিচালক ও স্থল বন্দর শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম বাদল, কৃষিজীবি শ্রমিক
ইউনিয়নের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ নুরন্নবী প্রধান, শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল গনি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী বলেন, ইসলামি অর্থনীতির ভিত্তিতে কৃষি ভিত্তিক অর্থনীতি জোরদার করতে পারলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষকরা ১১ শতাংশ অবদান রাখে। অথচ কৃষক তাঁর ফসল উৎপন্নের ন্যয্যমূল্য পায়না। এতে তার ফসল চাষের খরচই উঠেনা। মধ্যস্বত্বভোগী ফরিয়ারাই তা লুটে নেয়। এজন্য সঠিক মূল্যে ফসল বিক্রির জন্য দেশের সকল এলাকায় কৃষি বাজার চালু করতে হবে।