১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

ভারতে নতুন নামে সিয়াম ও পূজার সিনেমা ‘শান’

আমাদের প্রতিদিন
4 weeks ago
73


আমাদের ডেস্কঃ

এম রাহিমের পরিচালনায় ২০২২ সালের রোজার ঈদে মুক্তি পায় সিয়াম আহমেদ ও পূজা চেরি জুটির সিনেমা ‘শান’। এবার সিনেমাটি দেখা যাবে ভারতের টেলিভিশন চ্যানেলে। তবে ভারতে গিয়ে বদলে গেছে সিনেমার নাম। আগামী ১০ নভেম্বর জি বাংলা সিনেমা চ্যানেলে ‘শান’ দেখা যাবে ‘অর্জুন: দ্য সুপার কপ’ নামে। শুধু নামই নয়, বদলে গেছে কণ্ঠও। সিয়াম, পূজাদের পরিবর্তে এতে শোনা গেছে পশ্চিম বাংলার কণ্ঠভিনেতাদের কণ্ঠ। সম্প্রতি জি বাংলা সিনেমার ফেসবুক পেজে এর একটি টিজার শেয়ার করা হয়েছে। যেখানে কমেন্ট বক্সে নাম পরিবর্তন করা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। জানতে চেয়েছেন, কেন ‘শান’ সিনেমা অর্জুন: দ্য সুপার কপ’ নামে চালিয়ে দেওয়া হচ্ছে?

এ বিষয়ে নির্মাতা এম রাহিম বলেন, ‘এ বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারবে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশক। এর আগে, সিনেমাটি হিন্দি ও তামিল ভাষায় ডাবিং করা হয়েছে। বাংলার বিষয়ে আমার কিছু জানা নেই।’ তবে বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন সিয়াম।

তার কথায়, ‘আমি যত দূর জানি হিন্দি, তামিল, তেলেগুসহ কয়েকটি ভাষায় শানের স্বত্ব বিক্রি করা হয়েছে। তারা কীভাবে সিনেমাটি উপস্থাপন করবেন, সেটা তাদের বিষয়। আমার মনে হয়, সিনেমাটি ভারতের দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এমনটা করা হয়েছে। এ ছাড়া নামসংক্রান্ত কোনো জটিলতা থাকতে পারে।’ এদিকে মুক্তির অপেক্ষায় আছে রাহিম-সিয়াম জুটির নতুন সিনেমা ‘জংলি’। এতে নায়কের বিপরীতে দেখা যাবে শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘিকে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই ‘জংলি’র মুক্তির ঘোষণা আসবে বলে জানা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth