২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

কিশোরগঞ্জে চাড়াল কাটা নদী থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ১

আমাদের প্রতিদিন
3 weeks ago
90


কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে নদী থেকে খালেদ বিন লিশাদ (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের চাড়াল কাটা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রব্বানী নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

লিশাদ ইসলাম কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুশা পাকার মাথা সফি মিয়াপাড়া এলাকার মমেদুল হকের ছেলে ও কিশোরগঞ্জ বিএম কলেজ থেকে এবার এইচএসসি পরিক্ষায় অংশগ্রহন করে উত্তীর্ণ হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ সকালে নিতাই ইউনিয়নের চাড়াল কাটা নদী দিয়ে চুরি ফেরিওয়ালারা নদী পার হয়ে এক গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা লিশাদের মরদেহ পানিতে ভাসতে দেখতে পেয়ে চিৎকার করে।এসময়ে স্থানীয়রা তাদের চিৎকার শুনে ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আশরাফুল ইসলাম বলেন, নদী থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে তার মরদেহ নদীতে তিন থেকে চারদিন ছিলো। ওই এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য রব্বানী নামে একজনকে আটক করা হয়েছে।এবিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন ‍

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth