১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৪ ডিসেম্বর, ২০২৪ - 04 December, 2024

লালমনিরহাটে জলবায়ু জনিত দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
60


পাটগ্রাম প্রতিনিধি:

লালমনিরহাটে জলবায়ু জনিত দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্স পৌর হলরুমে ইকলি সাউথ এশিয়া, লালমনিরহাট পৌরসভা, মিউনিসিপাল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজনে ক্লাইমেট এ্যান্ড ডেভেলপমেন্ট নলেজ নেটওয়ার্কের আওতায় এ জলবায়ু জনিত দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন ইকলি সাউথ এশিয়ার কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ জোবায়ের রশীদ, প্রজেক্ট অফিসার চৈতী দেব, ম্যানেজার সাদেক মাহমুদ, ক্লাইমেট ফোকাস পার্সন ও লালমনিরহাট পৌরসভার শহর পরিকল্পনাবিদ এ এস এম আশরাফুজ্জামান তালুকদার, নির্বাহী প্রকৌশলী মোঃ আইয়ুব আলী, পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়, হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম পাটোয়ারী, লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন, লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইখুল আরিফিন, লালমনিরহাট নেসকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার রায় প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর বিশ্বজিত কুমার বনিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth