বিদ্যুৎ এর আগুনে বাড়ি পুড়ে ছাই
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে এক বাড়িতে বিদ্যুৎ এর সক্ট সার্কিট থেকে আগু লেগে ৮ টি ঘর পুড়ে গেছে। আজ (১৪ নভেম্বর) বৃহস্পতিবার বিকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের নিজ কাবিলপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিজ কাবিলপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের দুই ছেলে শফিকুল ইসলাম এবং ইদ্রিস আলী অই বাড়িতে বসবাস করছিলেন।
হঠাৎ করে বিদ্যুৎ এর আগুন লেগে পুড়ে যায়। স্থানীয়রা জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলো না। তাদের ঘরের উপরে বিদ্যুৎ এর লাইন রয়েছে সেই লাইন থেকে একটি ঘরে আগুনে সূত্রপাত ঘটলে অল্পসময়ের মধ্যে অই বাড়ির সবগুলো পুড়ে যায়। পরে খবর পেয়ে পীরগঞ্জ ফায়ারসার্ভিস এর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।