২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

রৌমারী সীমান্তে বিজিবির গুলি, থানায় মামলা

আমাদের প্রতিদিন
2 weeks ago
107


সাখাওয়াত হোসেন, রৌমারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে চোরাকারবারি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ ঘটনায় রৌমারী থানায় শেখ ফরিদসহ ৩২ জন চোরাকারবারির নামে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মহিউদ্দিন। 

তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৫ নম্বর এলাকায় চোরাকারবারিরা জড়ো হয়ে অবৈধভাবে ভারতীয় গরু পাচার করছে। এমন খবর পেয়ে বিজিবির টহলদল সীমান্তে গিয়ে পাচার হওয়া ১টি ভারতীয় গরু আটক করা হয়। গরু আটককে কেন্দ্র করে চোরাকারবারিরা টহলরত বিজিবির সদস্যদের উপর হামলা চালায়। এসময় বিজিবি প্রাণরক্ষা পেতে ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করার পর চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সুবেদার মহিউদ্দিন আরও বলেন, ঘটনাস্থল থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া ২টি হাসুয়া উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় নায়েক শাহ মো. আউরিয়া বাদি হয়ে থানায় ৩২জন বাংলাদেশি চোরাকারবারিদের নাম উল্লেখসহ ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামীয় চোরাকারবারিদের নামে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, সরকারি কাজে বাধা প্রদান এবং হত্যার হুমকি প্রদর্শন অভিযোগ এনে এজাহার দায়ের করে মামলা করা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, এ ঘটনায় বিজিবি বাদি হয়ে থানায় ৩২জন ব্যক্তির নামসহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনের নামে এজাহার দায়ের করেন। পরে এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth