ফুলবাড়ীতে হাডুডু খেলা অনুষ্টিত
আঞ্চলিক প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কোমলমতি শিক্ষার্থী-তুরুন যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত রাখতে সীমান্তঘেষা কাশিপুর মোড়ে হাডুডু (জাতীয়) খেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
শনিবার রাতে অনুষ্টিত খেলায় আয়োজকরা মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার লক্ষ্যে এখেলার আয়োজন করেন। গ্রামীণ এখেলায় হারিয়ে যাওয়া স্মৃতি রোমাঞ্চ উপস্থিত লোকজন। বিশেষ করে যুবকদের উপস্থিতি চোখে পড়ার মত ছিল। শীতের রাতে অনেক দিন পর জাতীয় হাডুডু খেলা দেখতে দূর-দূরান্ত থেকে হাজারও উৎসুক জনতার ঢল নামে সেখানে।
এসময় কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল হকের সভাপত্বিতে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক। উপস্থিত ছিলেন, গাগলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম, রাবাইতারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকারিয়া শেখ ও কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ স্থানীয় সুধিজন।
আয়োজক শামীম হোসেন ও মিলন মিয়া জানান, আধুনিকতার ছোঁয়া ও কালের বিবর্তনে এখন হাডুডুসহ বিভিন্ন খেলা ক্রমেই হারিয়ে যাচ্ছে। এখেলা তেমন চোঁখে পড়েনা। দিন দিন গ্রামীণ সংস্কৃতির নিদর্শন এই খেলাটি বিলুপ্তির পথে। যার ফলে ছাত্র-যুবসমাজের অনেকে মাদকের দিকে ঝুকে পড়ছে। তাই বর্তমান পরিস্থিতিতে তরুণ যুব সমাজকে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম থেকে মুক্ত রাখতে সর্বদা এ খেলার আয়োজন করা হবে। এসময় তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল হক জানান, গ্রামীন ঐতিহ্য ধরে রাখতে
হাডুডুসহ সকল খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত রাখা সম্ভব।
কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, আগের মতো এখন খেলাধূলা না থাকায় আমাদের জাতীয় হাডুডু খেলা এখন বিলুপ্তির পথে। স্মার্ট ফোন আসায় অধিকাংশ খেলা এখন আগের মতো হয় না। ফলে ছাত্র-যুবসমাজ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। মাদক, সন্ত্রাস থেকে মুক্ত রাখতে তাদের এই উদ্যোগকে স্বাগত জানান তিনি। পাশাপাশি সরকারি ও বেসরকারি ভাবে হাডুডু খেলাসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার আয়োজন করলে মাদক থেকে মুক্ত হবে আমাদের যুব সমাজ।