গঙ্গাচড়ায় সাংবাদিক আব্দুল বারী স্বপনের মায়ের মৃত্যুবরণ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন ও দৈনিক দাবানল পত্রিকার গঙ্গাচড়া প্রতিনিধি আব্দুল বারী স্বপনের মা জীবননেছা ময়না ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার সকাল আটটার দিকে অসুস্থতা জনিত কারণে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্বামী, চার ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জীবননেছা ময়না'র মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল এমরান, বাংলাদেশ জামাতে ইসলামী রংপুর মহানগরের সেক্রেটারি রায়হান সিরাজী,
উপজেলা জামায়াতের আমীর নায়েবুজ্জামান নায়েব, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক আখেরুজ্জামান মিলন, গঙ্গাচড়া সাংবাদিক সমাজের সভাপতি সাজু আহমেদ লাল, সাধারণ সম্পাদক আব্দুল আলীম প্রামানিক, সদস্য আলী আরিফ সরকার রিজু, জাকিরুল ইসলাম মন্টু, মিজানুর রহমান লুলু, মইনুজ্জামান মিল্টন, কমলকান্ত রায়, নির্মল রায়, সুজন আহমেদ, আব্দুল বারী বাবু, আব্দুর রহিম পায়েল, রুহুল ইসলাম রয়েল, নুরুল হুদা নাহিদ, মজমুল ইসলাম, জিএম শিমু, আব্দুল বারী দুলাল, বাবুল মিয়া, আসাদুজ্জামান সাদেকুল, রিয়াদুন্নবী রিয়াদ।
এছাড়াও গঙ্গাচড়া বিএম কলেজের অধ্যক্ষ নুরুন্নবী রানা, গঙ্গাচড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, রংপুর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ মরহুমার আত্মার মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।