ডোমারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বুলবুল প্রধানের জানাজা ও দাফন সম্পন্ন
মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:
নীলফামারীর ডোমার উপজেলার ০২ নং কেতকীবাড়ী ইউনিয়নে রাষ্ট্রীয় মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ফারুক আলম বুলবুল প্রধানের জানাজা নামাজ ও দাফন কার্য সম্পন্ন হয়েছে।
আজ বুধবার ২০শে নভেম্বর দুপুরে উপজেলার ০২ নং কেতকীবাড়ী ইউনিয়নে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা ফারুক আলম বুলবুল প্রধানের জানাজা নামাজের আগে তাকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমএ কবির দুলু, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
উল্লেখ্য যে, মঙ্গলবার ১৯শে নভেম্বর দুপুরে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা ফারুক আলম বুলবুল কেতকীবাড়ী ইউনিয়নের প্রধানপাড়া এলাকার মৃত মকবুল হোসেন প্রধানের জ্যেষ্ঠপুত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।