১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

চলচ্চিত্র পরিচালক শাহ আলম মণ্ডলের দাফন সম্পন্ন

আমাদের প্রতিদিন
1 week ago
67


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

চলচ্চিত্র পরিচালক শাহ আলম মণ্ডলের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বাদ জোহর তার জন্মস্থান রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের কাজীরহাটে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থা গতকাল  শনিবার (২৩ নভেম্বর) বিকেলে তার মৃত্যু হয়। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আলীম উদ্দিনের ছেলে।

শাহ আলম মণ্ডলের অন্যতম চলচ্চিত্রের মধ্যে আছে ‘ভালোবাসা সীমাহীন’। এর মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ হয় নায়িকা পরী মণির। শাহ আলম মণ্ডলের অন্য ছবিগুলো হচ্ছে ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ ও ‘লকডাউন লাভ স্টোরি’। পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে তিনি ২০১১ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন। প্রথম কাজ করেছেন ‘সত্যের জয়’ ছবিতে। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম ও এফআই মানিকের সঙ্গেও।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth