২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৯ ডিসেম্বর, ২০২৫ - 09 December, 2025

রংপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 year ago
449


খবর বিজ্ঞপ্তির:

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২০তম মাসিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ নভেম্বর)রবিবার সন্ধ্যায় রংপুর নগরীর সিটি পার্ক মার্কেট সংলগ্ন রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নিজস্ব কার্যালয়ে মাসিক আলোচনা সভায় ২০২৫ সালের আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এজেন্ডা নিয়ে কার্যনির্বাহী কমিটির মধ্যে বিষদ আলোচনা করা হয়। সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন'র সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ খোকনুজ্জামান জুয়েল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত

সাধারণ সম্পাদক ফুল কিশোর, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক রায়হান ইসলাম, কার্যকরী সদস্য মশিউর রহমানসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ। আলোচনা শেষে সকলের মতামতের উপর ভিত্তি করে আগামী নির্বাচনকে সামনে রেখে পরিচয়পত্র নবায়ন এবং নতুন সদস্যদের তালিকাভুক্তি ফি নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত শেষে সভাপতি সমাপনি বক্তব্য রেখে সভার কাজ শেষ করেন। উল্লেখ্য, নিয়মিত পরিচয় পত্রের সাথে স্মার্ট পরিচয় পত্র প্রদান করা হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth