২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

দিনাজপুরে বিডিআর কল্যান পরিষদের মানববন্ধন

আমাদের প্রতিদিন
1 week ago
52


দিনাজপুর প্রতিনিধি:

পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও চাকুরীচ্যুত বিডিআর জোয়ানদের চাকুরী পুনর্বহালের দাবীতে দিনাজপুরে মানববন্ধন করেছে চাকুরীচ্যুত বিডিআর সদস্য ও কারাগারে আটক বিডিআর জোয়ানদের পরিবারের সদস্যরা। বিডিআর কল্যান পরিষদের আয়োজনে বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্র করে মেধাবী ৫৭ জন অফিসারকে হত্যা করেছে। বিচারের নামে প্রহসনের মাধ্যমে নির্দোষ বিডিআর জোয়ানদের জেল হাজতে পাঠিয়েছে। সাজা না হওয়ার পরও অনেকে এখনো জেলে রয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দাবি এবং নির্দোষ জেল হওয়া বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, পিলখানা হত্যাকান্ডে বিডিআর জোয়ানদের অনেক পরিবার এখন সর্বস্বান্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তদন্ত সাপেক্ষে বিডিআর জোয়ানদের মুক্তি ও চাকুরীতে পূর্নবহালের দাবি জানানো হয়। অন্যথায় সারাদেশের বিডিআর পরিবারের সদস্যরা আন্দোলনের হুশিয়ারি দেন।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ও সাবেক সহকারি নায়ক সুবেদার মোঃ আলী আকবর, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সহকারী নায়েক মোঃ মোসলেম উদ্দিন, সাবেক নায়েক সুবেদার মোঃ কামরুজ্জামান, নায়েক সুবেদার মোঃ সেকেন্দার হোসেন, বিডিআর কল্যাণ পরিষদের জেলা সমন্বয়ক মোঃ হাসিনুর রহমান ও মোঃ দেলোয়ার হোসেন লাইজু প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth