৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আমাদের প্রতিদিন
4 weeks ago
64


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দিবস উপলক্ষে ভোরবেলা ৩১ বার তোপধ্বনির দিয়ে দিবসের শুভসূচনা করা হয়। পরে সকাল ৮ টায় উপজেলা মাঠে অস্থায়ী স্মৃতি সৌধে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ঘোড়াঘাট থানা, ফায়ার সার্ভিস, ঘোড়াঘাট সরকারি কলেজ, এনজিও সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পতাকা উত্তোলন, সুনীল আকাশে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

অনুষ্ঠানে ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জগদীশ চন্দ্র প্রমুখ।

পরে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth