৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

কাউনিয়ায় আগুনে পুড়ে গেল কৃষি শ্রমিকের বসতবাড়ি

আমাদের প্রতিদিন
1 month ago
88


কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় বিদ্যুতের সট সার্কিটএক কৃষি শ্রমিকের বসতবাড়ীর চারটি ঘর আগুনে পুড়ে গেছে । সোমবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুকসাহাবাজ আটানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় সাত লাখ টাকা ক্ষতি হয়েছে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ আবু তালেব।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধার পরে কৃষি শ্রমিক আবু তালেবের বসতবাড়ীতর ঘরে আগুন দাউ দাউ করে জ্বলতে দেখতে পায় পরিবারের লোকজন। তাদের চিৎকারে প্রতিবেশী লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নেভানো চেষ্ঠা করেন। কিন্তু আগুন দ্রুত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলীহান শিখায় আবু তালেবের দুইটি, আব্দুর রহিমের দুইটি ঘর এবং ধান,  চাল, হাঁস, মুরগি, আসবাবপত্র ও কাপর পুড়ে ছাই হয়ে যায়।

কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শামসুল হক সরকার বলেন, খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের সট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক বলেন,  তালুকসাহাবাজ আটানী গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ পরিবারটি আবেদন করলে সরকারিভাবে সহায়তা করা হবে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth