গোবিন্দগঞ্জে গুমানীগঞ্জ ইউপি’র সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমের ইন্তেকাল
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফুলপুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদ আলম (৭৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, আজ (১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার সাত নং ওয়ার্ডের ঘোষপাড়াস্থ নিজ বাসায় তিনি হঠাৎ বুকে ব্যাথ্যা অনুভব করে অসুস্থ্য হয়ে পড়েন। সাথে সাথে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযার নামাজ আজ শুক্রবার সকাল ৯ টায় গোবিন্দগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে এবং গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাযার নামাজ শেষে ওই ইউনিয়নের রজাকপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।