৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

পীরগঞ্জে মাদক কারবারিদের দৌরত্ব বেড়েছে

আমাদের প্রতিদিন
4 weeks ago
88


পীরগঞ্জ রংপুর প্রতিনিধি:

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা মাদকের ছড়াছড়ি হাত বাড়ালেই মিলছে মাদক। প্রশাসনের সামন দিয়ে দিনরাত  ঘুরছে মাদককারবারিরা এলাকাবাসীর অভিযোগ।

উপজেলার ১ টি পৌরসভা এবং ১৫ টি ইউনিয়নের হাটবাজার, রাস্তাঘাটের অলিগলিতে মাদক সেবন এবং বিক্রি করা হচ্ছে।

সুধীমহলের লোকজন বলছেন, দিনদিন মাদক ছড়িয়ে পরেছে এলাকাজুড়ে। স্থানীয় এবং বাহিরের লোকজন এই মাদক সেবন এবং বিক্রি করছে। বিশেষ করে হাটবাজার গুলোতে সন্ধ্যার পর থেকে নেশা করে মাতলামি করছে। মাদক সেবন করে চিল্লাপাল্লা এবং গালিগালাজ করে রাতের বেলায়। এদের কারবার দেখে হাটবাজারে লোকজন অতিষ্ঠ। সেই সাথে উপজেলায় নতুন এবং পুরাতন মাদক ব্যবসায়ীদের দৌড় ঝাপ দেখা যাচ্ছে।

জাহাঙ্গীরাবাদ এলাকার লোকজন জানান, এখানকার আদিবাসী পাড়ায় চোলাই মদ তৈরির কারখানা রয়েছে। আর সেই কারখানায় অন্যজাতির লোকজন ব্যবসা করছে। রাতের বেলায় মাদকের ছড়াছড়ি এলাকায়।

চতরা এলাকার লোকজন জানান, বাহিরের লোকজন চোলাই মদ তৈরির মালামাল ও অর্থ যোগান দেয়। আদিবাসীদের মাধ্যমে সারারাত মদ তৈরি করা হয়। সন্ধ্যার পরে রাস্তাঘাট দিয়ে যাতায়াত করলেই মাদকের গন্ধ পাওয়া যায় আদিবাসী পাড়ায়। 

চৈত্রকোল ইউনিয়নের কলোনি বাজার এলাকায় রাতের আধারে মাদক সেবন এবং কেনাবেচা হয়ে থাকে। বিশেষ করে আদিবাসী পল্লীতে চোলাই মদ তৈরি করা হয়েছে প্রতিনিয়ত। মাদক সেবন কারিদের দখলে হাটবাজার এবং রাস্তাঘাট। গত ৩০ নভেম্বর রাতে টুকুরিয়া ইউনিয়নের সাফায়াত মিয়া নামের এক গ্রাম পুলিশকে মাদক কারবারিরা কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। বিষয়টি নিয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে কিন্তু সেই মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

ভেন্ডাবাড়ী এবং বড় দরগাহ্ এলাকায় মাদক কারবারিদের দৌড়ঝাঁপ অনেকটাই বেড়েছে। তরুণ প্রজন্মের ছেলেরা নেশার জগতে প্রবেশ করছে। অনেকেই নেশার টাকা জোগাড় করতে গিয়ে নিজেদের এবং অন্যের মালামাল চুরি ছিনতাই করছে। মাদক নির্মুল বা মাদক কারবারি বন্ধ  করতে আইনপ্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, মাদক সেবন এবং কেনাবেচা তথ্য দেন আমরা এদের ধরতে পারি কিনা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth