ঘোড়াঘাটে মাহালী সম্প্রদায়ের শিশুদের সাথে জেলা প্রশাসকের বড়দিন উদযাপন
রাফছানজানী শুভ, ঘোড়াঘাট (দিনাজপুর):
দিনাজপুরের ঘোড়াঘাটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে কোমলমতি শিশুদের সাথে আনন্দ উৎসব ও শুভেচ্ছা বিনিময় করেন, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৩ নং সিংড়া ইউপির আবিবেরপাড়া এলাকার মাহালীপাড়ার কোমলমতি শিশুদের সাথে বড়দিনের কেক কাটেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে তিনি বলেন, শিশুরা ফুলের মতো। ফুলকে যেমন যত্ন করলে সুবাস ছড়ায়, তেমনি শিশুদেরকে যত্ন করলে সমাজ বিকশিত হবে। পরে তিনি এলাকার কোমলমতি শিশুদের জন্য বিকেল করে বিশেষ ভাবে পাঠদানের ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক রেজওয়ান আসিফ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, সাবেক সভাপতি জিল্লুর রহমান সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।