পলাশবাড়ীতে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা ও বহুত্ত্ববাদী সমাজ গড়ার উপলক্ষে সম্প্রতির মিলন মেলা
![](https://www.amader-protidin.com/storage/postpic/1735211762.webp)
বায়েজীদ, পলাশবাড়ী গাইবান্ধা :
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পিস ফ্যাসিলিটের গ্রুপ( পিএফজি) পলাশবাড়ী আয়োজনে পলাশবাড়ীতে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা ও বহুত্ত্ববাদী সমাজ গড়ার উপলক্ষে সম্প্রতির মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্র হাসান আজিজুর রহমান মিলনায়তন উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাইদুর রহমান মাষ্টারের সভাপতিত্বে,প্রধান অতিথির বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু আলা মওদুদ, সাংগঠনিক সম্পাদক আঞ্জু প্রধান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ প্রভাষক তাহমিনা বেগম,পলাশবাড়ী পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষকা তাহমিনা আক্তার,সামছুল মাষ্টার,আলিউল ইসলাম বাদল,কৃষিবিদ মিজানুর রহমান সুজন,আব্দুল্লাহ আদিল নান্নু,প্রভাষক নবিউল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী আমিরজল,বিশিষ্ট ব্যবসায়ী কাজল জাহিদুল ইসলাম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পীযূষ কুমার শীল প্রমুখ।
অনুষ্টানটি পরিচালনা করেন,পলাশবাড়ীর পিএসপির সমন্বয়ক ফিয়াজ শরিফ । বক্তারা পলাশবাড়ীকে শান্তি সম্প্রতির পারস্পারিক ভ্রাতৃত্ব বজায় রাখতে সবাই সবার স্থান থেকে শোষন মুক্ত সমজ গঠন করার জোর দাবী জানান।