৩০ পৌষ, ১৪৩১ - ১৩ জানুয়ারি, ২০২৫ - 13 January, 2025

বিরামপুরে ভুয়া পুলিশ সদস্য আটক

আমাদের প্রতিদিন
2 weeks ago
39


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুর উপজেলার এক বাড়িতে গিয়ে ডিএসবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে অর্থ দাবির অভিযোগে থানা পুলিশ এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করে শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

মামলা সূত্রে প্রকাশ, দিনাজপুর সদরের পাঁচকুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে ওমর ফারুক (৩৫) বিরামপুর উপজেলার  দক্ষিণ শাহাবাজপুর গ্রামের বকুল হোসেনের বাড়িতে গিয়ে নিজেকে একজন ডিএসবি পুলিশ  পরিচয় দিয়ে বৃহস্পতিবার বিকেলে অর্থ দাবি করে। এসময় পরিচয়পত্র দেখাতে বললে ওমর ফারুক বিভিন্ন হুমকী প্রদর্শন করে। তখন গ্রামের লোকজন জড়ো হয়ে ফারুককে আটক করে এবং ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে থানা পুলিশ সেখানে গিয়ে ওমর ফারুককে জিজ্ঞেস করলে সে ভুয়া পুলিশ সদস্য হিসাবে নিজে স্বীকার করে। পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেন। এঘটনায় বকুল হোসেন বাদি হয়ে থানায় মামলা করেছেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, আটক ভুয়া পুলিশ সদস্যকে শুক্রবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth