পাগলাপীরের রংপুর একাডেমীর বার্ষিক চূড়ান্ত ফলাফল ও পুরস্কার বিতরন
আঃ রহিম, পাগলাপীর (রংপুর):
আনন্দঘন পরিবেশে ও বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার পাগলাপীরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রংপুর একাডেমীর প্লে হতে নবম শ্রেণির বার্ষিক চূড়ান্ত ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন। এ উপলক্ষ্যে ২৮ ডিসেম্বর ২০২৪ইং রোজআজ (২৮ ডিসেম্বর) শনিবার সকাল ১০টা হতে রংপুর একাডেমীর মঞ্চে আয়োজন করা হয় এক আলোচনা সভার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর একাডেমীর অধ্যক্ষ ও নির্বাহী পরিচালক জনাব মোঃ আসাফ উদ দৌলা (লিপ্টন)। অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য রাখেন রংপুর একাডেমীর প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাস। রংপুর একাডেমীর প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম এর উপস্থাপনা ও পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন খলেয়া গঞ্জিপুর উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক মোঃ হারুন –অর- রশিদ ( সাদা মনের মানুষ), ইউপি সদস্য ৮ নং ওর্য়াড যাদু মিয়া, সাবেক ইউপি সদস্য ৮ নং ওর্য়াড মফিজুল ইসলাম মফি সহ পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। উক্ত বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রংপুর একাডেমীর অধ্যক্ষ ও নির্বাহী পরিচালক জনাব মোঃ আসাফ উদ দৌলা (লিপ্টন) শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ভালো ফলাফল অর্জনে এবং আদর্শ ও মেধাবী শিক্ষার্থী হওয়ার লক্ষ্যে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে। অভিভাকদের উদ্দেশ্যে বলেন সন্তানদের প্রতি আরও যত্নবান হন যাতে তারা আগামীতে আরও ভালো ফলাফল অর্জন করতে পারে। অনুষ্ঠান শেষে রংপুর একাডেমীর অধ্যক্ষ ও নির্বাহী পরিচালক জনাব মোঃ আসাফ উদ দৌলা (লিপ্টন) সহ পরিচালক ও অতিথি মিলে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেদেন। পরিশেষে প্রতিষ্ঠানের অতীত ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের কাছে সহযোগিতা চান তিনি। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, নাতে রাসূল, কবিতা আবৃতি ,হামদে বারি তায়ালা ও নাটিকা এবং গীতা পাঠ করা হয়।