৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

দোকান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে  সুপার মার্কেট ব্যবসায়ীদের বিক্ষোভ

আমাদের প্রতিদিন
2 weeks ago
55


নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘদিন ধরে রংপুর জেলা পরিষদের দুর্নীতি ও অন্যায় ভাবে জেলা পরিষদ সুপার মার্কেটের দোকান ভাড়া ৬ গুণ বৃদ্ধির প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন জেলা পরিষদ সুপার মার্কেটের ব্যবসায়ীরা।  গতকাল শনিবার সকালে রংপুর জেলা পরিষদ চত্বরে অবস্থান ধর্মঘট ও বিক্ষেভ করেন রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতি ও ব্যবসায়বৃন্দ। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করে ব্যবসায়ী নেতারা।  অবস্থান ধর্মঘট কর্মসূচিতে ব্যবসায়ীরা বলেন, বিগত দিনের জেলা পরিষদ চেয়ারম্যান নিয়ম বহির্ভূত ও স্বৈরাচারী কায়দায় ব্যবসায়ীদের জিম্মি, মার্কেটের বিদ্যুৎ লাইন (শার্টডাউন) বিছিন্ন করে জমিদারি ভাড়া ৫৬০ টাকার থেকে ৩ হাজার টাকা বৃদ্ধি করেন এবং ওই দিনেই ব্যবসায়ীদের বাধ্য করে ভাড়া আদায় করে মার্কেটে বিদ্যুৎ সংযোগ দেন।  ব্যবসায়ীরা আরো বলেন, বিগত জেলা পরিষদ চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহীসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সুপার মার্কেটে ব্যবসায়ীদের কে নিয়ে অযৌক্তিক ভাবে বৃদ্ধি করা জমিদারি ভাড়া নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় অযৌক্তিক ৩ হাজার টাকা ভাড়া কমিয়ে ১ হাজার টাকা করার প্রতিশ্রুতি দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা। তারা বলেন, বারবার তাগাদা দেয়া সত্বেও প্রতিশ্রুতি বাস্তবায়িত না করায় ব্যবসায়ীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। মার্কেটে কোন ধরনের উন্নয়ন সংস্কার না করে স্বৈরাচারী সরকারের দোসর সাবেক চেয়ারম্যানের পৈস্বাচিক কর্ম বাস্তবায়নের জন্য জেলা পরিষদের কতিপয় দুর্নীতি পরায়ন কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় অযৌক্তিকভাবে ৬ গুন বৃদ্ধি করা জমিদারি দোকানের ভাড়া আদায়ের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।  এসময় তাঁরা বিভিন্ন দাবিদাওয়া সম্বমিলিত পোষ্টার ফেস্টুন প্রদর্শন করেন। তাদের দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের  হুশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা।  অবস্থান ধর্মঘটে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি জাবেদ হোসেন জুয়েল, সহ সভাপতি এমদাদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান বুলবুল,  যুগ্ম সম্পাদক  সোয়েব আহমেদ মিঠুসহ অন্যান্যরা।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth