৩০ পৌষ, ১৪৩১ - ১৩ জানুয়ারি, ২০২৫ - 13 January, 2025

পাটগ্রামে ছাত্র আন্দোলনের  সমন্বয়ক গোলাম আজম দূর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

আমাদের প্রতিদিন
1 week ago
85


পাটগ্রাম প্রতিনিধি:

পাটগ্রাম উপজেলার ছাত্র সমন্বয়ক গোলাম আজমের (২৫) উপর অতর্কিত হামলা করেছে দূর্বৃত্তরা। এতে গুরুত্বর আহত হন তিনি। বর্তমানে রংপুরে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টার সময় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আজমের বড় ভাই মাসুদ আলম বাদী হয়ে ওইদিনই পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন। হামলার প্রতিবাদে এদিন বিকেলে পাটগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহরে বিক্ষোভ মিছিল ও উপজেলার চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করে । আজম জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পাটগ্রাম উপজেলায় প্রধান ভূমিকা পালন করেন।

পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন সকালে পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকার নিজ বাড়ির পাশের নিবির নিলয় ভিলা সংলগ্ন সড়কে হাঁটছিলেন গোলাম আজম। ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে দেদুল মিয়া (৫৯), দেদুল মিয়ার ছেলে সজিব মিয়া ওরফে টাইগার (২৬) ও রহিদুল ইসলাম (৩২) হামলা করে ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথারী মারপিট করে। এতে মাথায় ও বাম পায়ে জখম হন আজম।

এ সময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা আজমকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা বিকেলে আজমকে উন্নত চিকিতসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

লালমনিরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হামিদুর রহমান বলেন, আমাদের ছাত্র আন্দোলনের পাটগ্রাম উপজেলার সমন্বয়ক গোলাম আজম দুর্বৃত্ত কারীদের লাঠির আঘাতে আহত হয়েছে। এ ঘটনায় আমরা তাৎক্ষণিক পর্যায়ে আমরা লালমনিরহাট পুলিশ সুপার মহোদয় বিষয়টি অবগত করি এবং পরে পাটগ্রাম পুলিশ দুইজনকে আটক করেছে।

 

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার, এটি মুলত পারিবারিক ঘটনা ছিলো। এ ঘটনায় গোলাম আজমের বড় ভাই মাসুদ আলম একটি এজাহার থানায় দায়ের করেন। পরে সেই এজাহার সূত্র ধরে ধরে ঘটনায় জড়িত থাকা আসামী সজিব মিয়া ও ওরফে টাইগার ও দেদুল মিয়া নামে দুই ব্যক্তিকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth