চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষক-কর্মচারীদের মারধর ও চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম নানজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম নানজু উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি। এ তথ্য নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লৎফর রহমান।
তবে গ্রেপ্তার রফিকুল ইসলাম নানজুর ছোট ভাই এরশাদুল হক অভিযোগ করে বলেন, আমার বড়ভাইকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এক সময় আ’লীগ সমর্থন করতো। কিন্তু ২০১১ সাল থেকে চরমোনাইয়ের দাঁতভাঙ্গা ইউনিয়ন শাখার শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন। তিনি কখনও রাজনীতির প্রভাব খাটিয়ে দুর্নীতি এবং অন্যায় করেননি।
পুলিশ জানায়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ উঠে। এ ঘটনায় ২০২৪ সালের ১০ অক্টোবর রৌমারী থানায় মামলা দায়ের করেন আব্দুল ওহাব নামের প্রধান শিক্ষক। এতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের হুকুমে হামলা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
ওসি লৎফর রহমান বলেন, এ মামলায় অজ্ঞাত আসামী হিসেবে যুবলীগ নেতা রফিকুল ইসলাম নানজুকে গ্রেপ্তার করা হয়। কাল শনিবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে বলে জানান।