৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

গঙ্গাচড়ায় মোটরসাইকেল চুরি করার সময় দুই চোর গ্রেফতার

আমাদের প্রতিদিন
1 week ago
54


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :

রংপুরের গঙ্গাচড়ায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুই মোটরসাইকেল চোরকে আটক করেছে এলাকাবাসী। পরে থানা পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের কিশামত শেরপুর শৈল্লাপাড়া গ্রামে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।

আটককৃতরা হলেন- নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পশ্চিম কাচারি এলাকার আজহারুল ইসলাম এর ছেলে আরিফুল জামান রুবেল (৩০) এবং কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর চৌধুরী পাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আব্দুল মজিদ (৪৪)।

এলাকাবাসী জানায়,  শুক্রবার দুপুরে কিশামত শেরপুর শৈল্লা পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে শাহিন এর মোটরসাইকেল বাড়ির সামনে থেকে চুরি করার সময় তার মা দেখতে পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে চোরদের আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ওসি আল এমরান বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth