গঙ্গাচড়ায় শীতার্ত শিশু ও তার পরিবারের মাঝে কম্বল বিতরণ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় ৪২২ জন শীতার্ত শিশু ও তার পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
আজ (০৮ জানুয়ারি) বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে কম্বল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
উদ্বোধনের পর উপজেলার কোলকোন্দ ইউনিয়নের তাকিয়া শরীফ আলিম মাদ্রাসা মাঠে সকল উপকারভোগীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার স্বপ্ন মন্ডল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, কোলকোন্দ ইউপি সদস্য শরিফুল ইসলাম,
কোলকোন্দ তাকিয়া শরীফ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আমিনুর রহমান, এপির প্রোগ্রাম অফিসার খ্রিষ্টিনা ক্রশ, স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা কর্মকর্তা এপোলো দাসসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় বিত্তশালী ব্যক্তিবর্গকে গরিব ও অসহায় শীতার্তদেরকে শীত বস্ত্র দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় তিনি বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে সবাইকে আহবান জানান এবং ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এপির এরিয়া ম্যানেজার লিওবার্ট চিসিম বলেন, উপজেলার গঙ্গাচড়া , কোলকোন্দ, গজঘন্টা, লক্ষীটারী এবং মর্ণেয়া ইউনিয়নে সর্বমোট ৩১১০ টি শীতার্ত শিশু ও তার পরিবারের মাঝে এ কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে।