৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

সাবেক প্রতিমন্ত্রীর নির্দেশে সরকারি খাস জমি দখলের অভিযোগ

আমাদের প্রতিদিন
1 week ago
23


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

আওয়ামীলীগ সরকারের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের নির্দেশে সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে বিএনপি নেতা শফিয়ার রহমানের বিরুদ্ধে।

এ ঘটনায় স্থানীয়রা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শফিয়ার রহমান কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি।

এদিকে স্থানীয় বিএনপির নেতারা বলছেন, শফিয়ার রহমান নামেমাত্র ছিল বিএনপি। কিন্তু আড়ালে আওয়ামীলীগের সাথে জড়িত। সম্প্রতি কয়েকজন ব্যক্তির সাথে এক আলাপচারিতায় আওয়ামীলীগের ছেলেদের উপকার ভুললে মুনাফিক হবেন বলে ওই বিএনপি নেতা শফিয়ার রহমান মন্তব্য করেন। ওই আলাপচারিতার এমন একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।

জানা গেছে, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা হাটবাজারের প্রাণ কেন্দ্রের প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি হরণ করার লক্ষ্যে বিএনপি নেতা শফিয়ার রহমান ভুয়া দলিল তৈরি করেন। ওই ভুয়া দলিল দিয়ে ওই সম্পত্তি জোরপূর্বক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার পায়তারা করছেন। সরকারের অর্পিত সম্পতি অবৈধভাবে দখল করলেও নিশ্চুপ রয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় ভূমি অফিস সুত্রে পাওয়া তথ্য অনুযায়ী দেখা গেছে, জমির মৌজাঃ দাঁতভাঙ্গা, এসএ খতিয়ান নম্বর ৪৮১, এসএ দাগ নম্বর ২৬৩/২৬৪ এবং আরএস খতিয়ান নম্বর ১, আরএস দাগ নম্বর ২৯৬ এ জমির পরিমাণ ৪০ শতাংশ। ওই জমি বাংলাদেশ সরকারের নামে আরএস রেকর্ডভুক্ত রয়েছে। উক্ত জমি দাঁতভাঙ্গা হাটবাজারের নামে পেরিফেরিভুক্ত। ভুমিদস্যু শফিয়ার রহমান একজন মামলাবাজ। ঝামেলাযুক্ত জমি নামে বেনামে ক্রয় করে মামলা মোকর্দ্দমা করে প্রতিপক্ষকে হেনস্থা করে নিজের দখলে নেন।

এদিকে স্থানীয়রা বলছেন, বিএনপি নেতা শফিয়ার রহমান সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের নির্দেশে এসব সরকারি খাস জমি দখলে নেন। এছাড়াও দাদন (সুদের ব্যবসা), কালোবাজারি (শ্যালো ইঞ্জিনসহ অন্যান্য যন্ত্রাংশ) পার্শ্ববর্তী দেশ ভারতে অধিক মুনফায় পাচার করেন। এভাবে তিনি আগুল ফুলে কলাগাছ বনে যান।

স্থানীয় আব্দুর রশিদ, মিজানুর রহমান, আশরাফুল ইসলামসহ অনেকই অভিযোগ করে বলেন, ‘হাটবাজারের জমি বেদখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের পায়তারা করছেন শফিয়ার। কিন্তু স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেন না। অতিদ্রুত অবৈধ দখলকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরদাবি জানাচ্ছি।’

এ ব্যাপারে শফিয়ার রহমান বলেন, ‘দখল জমির যাবতীয় কাগজপত্র রয়েছে। শুধুমাত্র হয়রানি করার জন্য একটি কুচক্রীমহল আমার এবং রাজনৈতিকভাবে হেয় করার জন্য পেছনে লেগেছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি।

অভিযোগের বিষয় জানতে চাইলে দাঁতভাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারি সাবেক কর্মকর্তা ও বর্তমান কর্মস্থলের রৌমারী সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘সরকারি সম্পত্তি ভুয়া ওয়ারিশ সাজিয়ে দলিল সম্পাদন করেন শফিয়ার রহমান। ওই জমির উপর প্রতিবেদন ওই সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট দেওয়া হয়েছিল। কিন্তু কোন ব্যবস্থা নেননি তখনকার উপজেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা।’

এ প্রসঙ্গে রৌমারী সহকারি কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, বিষয়টি খোঁজ খবর নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth