গৃহবধুকে এসিডদগ্ধ করে হত্যার মামলায় আত্মগোপনে থাকা স্বামী গ্রেফতার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরে গঙ্গাচড়ায় গৃহবধুকে এসিডদগ্ধ করে হত্যার মামলায় আত্মগোপনে থাকা স্বামী রুবেল মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।গতকাল শনিবার (১১ জানুয়ারী) রাতে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান এর নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহযোগিতায় রংপুর নগরীর খামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে এসআই উত্তম কুমারসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
রবিবার সকালে রুবেলকে আদালতে উপস্থাপন করে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করেছে। এ মামলায় অপর আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই উত্তম কুমার।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাচড়া ইউনিয়নের দক্ষিণ চেংমারী গ্রামের সেকেন্দার আলীর ছেলে রুবেল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে স্ত্রী নিশি’র দাম্পত্য কলহ চলে আসছিল। এরই জেরে গত ২৬ ডিসেম্বর রাতে স্ত্রী নিশি’র শরীরে রুবেল মিয়া এসিড ছুরে মারলে তার পুরো শরীর ঝলসে যায়। ২৭ ডিসেম্বর সকালে দগ্ধ নিশিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর নিশিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পূণরায় পাঠানো হয়। সেখানে ৪ ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে বাড়িতে নিয়ে আসে স্বামী রুবেল। ৬ জানুয়ারী সোমবার দিবাগত মধ্যরাতে নিশি মারা যায়। এ ঘটনায় নিশি’র মা আমেনা বেগম বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।