১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

রংপুরে নেসকোর মতবিনিময় সভায় হট্রোগোল

আমাদের প্রতিদিন
4 weeks ago
62


মহানগর প্রতিবেদক:

মুজিব বর্ষের লোগো ডিসপ্লেতে ভেসে উঠায় রংপুরে নেসকোর মতবিনিময়  সভায়  চরম হট্রগোল দেখা দেয়।আজ  সোমবার (১৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে  সরকারী অর্থায়নে রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকো এর আওতাধীন প্রি-পেমেন্ড মিটার স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় প্রিপেমেন্ড মিটার স্থাপন বিষয়ে এক মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আয়োজন করা হয় ।

এ সময় প্রি-পেমেন্ড মিটার স্থাপনে কড়া হুশিয়ারি প্রদান করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিদ্যুৎ গ্রাহকরা। অপরদিকে তদন্ত কমিটি গঠনে তৎপর নেসকোর নির্বাহী ও জেলা প্রশাসক বলছেন দুর্নীতির বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ।

একদিকে জনভোগান্তি, হয়রানি ও প্রতারণার প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি অন্য দিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রিপেইড মিটার স্থাপনে গ্রাহকদের সাথে নেসকোর মতবিনিময়। কিন্তু আলোচনার শুরুতেই ডিসপ্লেতে ভেসে আসে মুজিব বর্ষের লোগো সম্মিলিত ছবি। শুরু হয় হট্রোগোল। পতিত আওয়ামী সরকারের আমলে নেওয়া লুটপাটের এই প্রকল্প বন্ধ করার তীব্র প্রতিবাদ জানান মতবিনিময় সভায় আসা নেতৃবৃন্দ।

এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস রংপুর অঞ্চলের বিদ্যুৎ বিভাগের নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম মন্ডল। এই উদ্ভট পরিস্থিতিতে গ্রাহকদের সমস্যার কথা বিবেচনা করে নেসকোর এই কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানান জেলা প্রশাসক রবিউল ফয়সাল ।

প্রতি মাসে ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ ও মিটার ভাড়া আদায় করা চলবে না। জনস্বার্থকে হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন অবিলম্বে বন্ধ করতে হবে। একইসাথে ইতোমধ্যে যে সকল মিটার লাগানো হয়েছে তা দ্রুত অপসারণ করে পুরাতন ডিজিটাল মিটার স্থাপনের দাবি নগরবাসীর।

প্রিপেইড মিটার ইস্যুতে জেলা প্রাশাসনের আয়োজনে নেসকোর সাথে সংশ্লিষ্টদের মতবিনিময় সভায় নেসকো কিছু স্লাইড প্রদর্শন করা শুরু করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর সাথে সাথে এর প্রতিবাদ জানায়,  সভাস্থলে তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, যুগ্ম সদস্য সচিব ডা. নাসিফ, মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, সদস্য নাবিল আহমেদ রোহিত প্রমুখ।

পরবর্তীতে সংবাদ সম্মেলনে আহ্বায়ক জানান, জনগণের ইচ্ছার বিরুদ্ধে  রংপুরে প্রিপেইড মিটার স্থাপন করতে দেওয়া হবে না। জনগণ তার সুবিধা মতো বিদ্যুৎ সেবার জন্য যেটা চাচ্ছে সেটাই করতে হবে। এই নেসকো আজকে রাষ্ট্রের বিরুদ্ধে ফ্যাসিস্ট মুজিববাদী লোগো ব্যবহার করেছে, অর্থাৎ তারা আওয়ামী লীগকে প্রমোট করছে। রংপুরের নেসকোর সকল কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। এরা দুর্নীতি গ্রস্থ, দাঁত ভাঙা জবাব দিতে বৈষম্যবিরোধীরা প্রস্তুত আছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth