হিলিতে সড়ক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যু

হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে সড়ক দূর্ঘটনায় ফারহা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুর আড়াইটার সময় উপজেলার বোয়ালদাড় বাজারে ট্রাকের ধাক্কায় এ ঘটনা ঘটে। নিহত শিশু বোয়ালদাড় গ্রামের মিন্টু রহমানের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিয়া।
তিনি বলেন, হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামে সড়ক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে দিয়েছি। এ ঘটনায় স্থানীয়রা চালক লিমনকে আটক করেছে। চালকের বাড়ি বিরামপুর উপজেলার মাহমুদপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। নিহতের পরিবার থেকে নিউজ করা পর্যন্ত কোন মামলা দায়ের করেনি।