রাণীশংকৈলে ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশ্ব ইসলামি মহা সম্মেলন উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৯ জানুয়ারি) রবিবার সন্ধ্যায় রাণীশংকৈল পৌরশহরের শান্তা কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রফ্রন্টের আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা জাকের পার্টি সাধারণ সম্পাদক শেখ রাসেল এর সভাপতিত্বে সভায় অনলাইনে মিশন প্রধান হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ সিনিয়র ভাইস চেয়ারম্যান ও জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সভাপতি ড. সায়েম আমীর ফয়সাল এবং সহ-সাধারণ সম্পাদক লুৎফর রহমান খান।
ঠাকুরগাঁও পৌর সভাপতি অপু সারোয়ার ও জেলা সাংগঠনিক সম্পাদক মাহির ফয়সাল মুন্নার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম খোকন, মিশন সদস্য এম হোবিবুর রহমান সিদ্দিকী, আ: রুবেল সরকার, ইমতিয়াজ হোসেন সনেট প্রমুখ। আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রফ্রন্টের বেলায়েত হোসেন লিটন।