১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

গোবিন্দগঞ্জে বাপ-দাদা’র সম্পত্তি ফিরে পেতে আমরণ অনশনে বসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা

আমাদের প্রতিদিন
3 weeks ago
61


গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তাহসিন সরকার জারিফ তার বাপ-দাদা’র সম্পত্তি ফিরে পেতে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে তার মা ও ভাইকে নিয়ে আমরণ অনশন কর্মসূচিতে বসেছেন।

গতকাল সোমবার দুপুর আড়াইটা থেকে তিনি এ অনশন কর্মসূচিতে বসেছেন। অনশন চলাকালে তাহসিন সরকার জারিফ বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের শাখাহার গ্রামে তার বাপ-দাদা’র ১.৭১ একর সম্পত্তি কয়েক মাস আগে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের দোসর একই গ্রামের প্রভাবশালী মৃত মোবারক আলী চৌধুরীর ছেলে আব্দুল জলিল চৌধুরী, আব্দুর রাজ্জাক চৌধুরী ও জাহিদুল হক চৌধুরী দলীয় প্রভাব খাঁটিয়ে ভূমি অফিস থেকে ভূঁয়া কাগজ-পত্র প্রস্তুত করে। উক্ত সম্পত্তি আমার দাদা’র নামে ৪০ ও ৬২ সালে রেকর্ড হয়েছে এবং খাজনা-খারিজ হালনাগাদ করা আছে। এরপরেও তারা প্রভাব খাঁটিয়ে উক্ত ভূঁয়া কাগজ-পত্র মূলে ওই সম্পত্তি দখলের পায়তারা করছে বলে তিনি জানান। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি সরেজমিনে তদন্ত সাপেক্ষে উক্ত সম্পত্তির কাগজ-পত্র যাচাই-বাছাই পূর্বক জরুরীভাবে ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তাহসিন সরকার জারিফ। তা নাহলে অনির্দিষ্টকাল পর্যন্ত এ অনশন চালিয়ে যাবেন বলেও তিনি জানান। তার মা জাকিয়া আক্তার বিজলী ও ছোট ভাই জিহাদ সরকার মাহি এ আমরণ অনশন কর্মসূচিতে অংশ নেন। এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, উপজেলা সহকারী কমিশনরকে (ভূমি) ওই সম্পত্তির কাগজ-পত্র যাচাই-বাছাই করে জরুরী ভিত্তিতে সুষ্ঠু সমাধানের ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth