২৫ কার্তিক, ১৪৩২ - ০৯ নভেম্বর, ২০২৫ - 09 November, 2025

গঙ্গাচড়ায় র‌্যাব এর অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১

আমাদের প্রতিদিন
9 months ago
222


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় ৯৮ বোতল ফেনসিডিলসহ রেজাউল করিম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। রেজাউল উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মটুকপুর গ্রামের আলা মিয়ার ছেলে। বিষয়টি গতকাল দুপুরে নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবুল হাসান।

র‌্যাব ১৩ জানায়, রেজাউল দীর্ঘদিন থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদে মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকেল পাঁচটার দিকে রেজাউলের বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব-১৩ সদস্যরা ৯৮ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে। পরবর্তী কার্যক্রমের জন্য রেজাউলকে গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করে।

এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, রেজাউলকে মাদক আইনের মামলায় বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth