৩০ মাঘ, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

কুড়িগ্রাম কৃষক সমাবেশের সাড়ে ৬৫লাখ টাকার জন্য সরকারি বরাদ্দ চেয়ে চিঠি : সামাজিক মাধ্যমে ভাইরাল

আমাদের প্রতিদিন
3 weeks ago
65


কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম কৃষক সমাবেশের জন্য দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বরাদ্দের জন্য চিঠি দেয়াকে কেন্দ্র সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা ঝড় বইছে। বুধবার দুপুরে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ বাস্তবায়ন গণ কমিটির আহবায়ক নাহিদ হাসান নলেজ স্বাক্ষরিত একটি পত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মূহুর্তে তা ভাইরাল হয়ে পড়ে। ছড়িয়ে পড়া চিঠিতে দেখা যায়,কুড়িগ্রাম জেলা প্রশাসককে মাধ্যম করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর সাড়ে ৬৫লাখ টাকার জন্য বরাদ্দ চাওয়া হয়। এই বরাদ্দ থেকে ব্যয় ধরা হয় মহাসমাবেশে আগতদের ৩০হাজার কৃষকের জন্য এক বেলা খাবার প্রদানের জন্য ৬০লাখ, ভিআইপিদের খাবারের জন্য ৫০হাজার এবং স্টেজ ও লাইটিং এর জন্য ৫লাখ টাকা। পত্রে লেখা রয়েছে,

বিনীত নিবেদন এই যে, কৃষক-জেলে-তাঁতীরা যুগ-যুগান্তের বঞ্চিত ও ভাগ্যহত জনগোষ্ঠী। তাঁদের দাবি-দাওয়ার ভিত্তিতে আগামী ২৬শে জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে কুড়িগ্রাম জেলার চিলমারীতে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে উপস্থিত থাকবেন রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের সকল জেলার কৃষকরা। আশা রাখি, লক্ষাধিক কৃষক এতে উপস্থিত হবে। আমরা তাঁদের মধ্যে মাত্র ৩০ হাজার কৃষককে এক বেলা আহার করাতে ইচ্ছুক। উল্লেখ্য উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই- আজম বীরপ্রতীক। অতএব নিবেদন পূর্বক, উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশে এক বেলা আহারের ব্যবস্থাপূর্বক অর্থ বরাদ্দে জনাবের আজ্ঞা হয়। সংযুক্তি হিসেবে প্রস্তাবিত বাজেটের কপি রয়েছে।যেখানে ব্যয় বিবরনীতে লেখা আছে ৩০ হাজার জন কৃষক-জেলেদের খাবারে জন্য ২শ টাকা হারে ৬০লাখ,ভিআইপি ১শ জনের খাবারের জন্য ৫শ টাকা হারে ৫০হাজার টাকা এবং স্টেজ, সাউন্ড সিস্টেম, গেইট, লাইটিং, বসার ব্যবস্থা, তোরণ ও অন্যান্য ৫লাখ টাকা ধরা হয়।

জানা যায়, কৃষক সমাবেশে উদ্বোধক হিসেবে  উপস্থিত থাকবেন,উপদেষ্টা ফরিদা আখতার। এছাড়াও সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান,রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম,জুলাই গণঅভ্যুত্থানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কারাবন্দী নেতা কনক রহমান, জাতীয় নাগরিক কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন,মুখপাত্র মুখপাত্র সামান্তা শারমিন,লেখক ও সংগঠক অধ্যাপক আনু মুহাম্মদ,অধ্যাপক তানজীম উদ্দীন খান,রাখাল রাহা,পাভেল পার্থ,বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি আহমেদ ইসহাক বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ,বাংলাদেশ ভূমিহীনআন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দিন, কৃষক দেলোয়ার জাহানসহ জাতীয় ও স্থানীয় সংগঠক ও বুদ্ধিজীবীবৃন্দ।

জেলে-তাঁতী-কৃষক মহাসমাবেশ বাস্তবায়ন গণকমিটির আয়োজনে আগামী ২৬জানুয়ারি কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোড়গাছে সফিউল আলম রাজা স্টেডিয়ামে

উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

চিঠির বিষয় নাহিদ হাসান নলেজ বলেন, আমরা কৃষকদের ন্যায্য দাবী আদায়ের জন্য আন্দোলন করে আসছি। তারই ধারাবাহিকতার জন্য কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আগত কৃষকদের এক বেলা খাবারের ব্যবস্থা করতে বরাদ্দের জন্য চিঠি দেয়া হয়েছে। কোন অসৎ উদ্দেশ্যের জন্য বরাদ্দ চাওয়া হয়নি। সমাবেশকে বিতর্কিত করতে একটি মহল এমনটি করেছে। অনেক রাজনৈতিক নেতা কিংবা ভিআইপিগণ সামান্য কয়েকটি কম্বল বা ত্রাণ দিতে লাখ লাখ টাকা ব্যয় করে হেলিকপ্টার বা গাড়ির বহর নিয়ে যায়। সেসব বিষয় ভাইরাল হয়না। বরাদ্দ চাওয়া হলেও এখনো কোন বরাদ্দ পাওয়া যায়নি। তবে তিনি কৃষকের স্বার্থ রক্ষার্থের সমাবেশে অংশ নেবার আহবান জানান।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, চিঠি মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করা হলেও কোন অর্থ বরাদ্দ আসেনি।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth