১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

মর্ণেয়া ইউনিয়ন বিএনপি'র দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
106


মিঠু সভাপতি-মাবুদ সম্পাদক নির্বাচিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মর্ণেয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে দক্ষিণ মৌভাষা আজাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ও গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মাবু। উদ্বোধন করেন রংপুর জেলা বিএনপির সদস্য ফিরোজ আলম। প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য আনোয়ার শাহাদাৎ। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আইয়ুব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখেরুজ্জামান মিলন, নাজিম উদ্দিন লিজু, চাঁদ সরকার, নাজমুল হুদা,  আতাউল মওলা।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মর্ণেয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মীর কাশেম মিঠু'র সভাপতিত্বে ও মর্ণেয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মাবুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথম অধিবেশনে সভাপতি প্রার্থী সাখাওয়াত হোসেন (চেয়ার) মনোনয়ন প্রত্যাহার করলে মীর কাসেম মিঠু (হাতী) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল হালিম ভরসা (মই) মনোনয়ন প্রত্যাহার করলে আব্দুল মাবুদ (ফুটবল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পরে ব্যালটের মাধ্যমে নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে  আমিরুল ইসলাম (মোরগ) ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আসাদুজ্জামান (মাছ) ১৬০ ভোট পেয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত গোলাম রব্বানী রঞ্জু। শনিবার রাতে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মাবু।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth