১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

নবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক আটক

আমাদের প্রতিদিন
2 weeks ago
32


হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে চাইনিজ পিস্তল এবং দেশীয় ধারালো অস্ত্র সহ এক যুবককে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। সোমবার দিবাগত রাত ৪ ঘটিকায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলার কুচদহ আজীবর পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ওই যুবক হলেন বিপ্লব মিয়া (২৬)। তিনি ওই গ্রামের আহাদ আলীর ছেলে। রাতেই তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিতিত্বে জানতে পারি উপজেলার কুচদহ ইউনিয়নের আজীবর পাড়া গ্রামে একজন যুবকের কাছে অস্ত্র রয়েছে। পরে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে চাইনিজ পিস্তল ছাড়াও অস্ত্রের এ্যামোনেশন, ছুড়ি ও রামদা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth