রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজে প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
অনুষ্ঠিত হয়েছে ‘ আরইসিপি প্রোগ্রামিং কনটেস্ট’। বৃহস্পতিবার সকালে এ প্রোগ্রামের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি ও উদ্বোধক তিস্তা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো: আবুল কাশেম। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের উৎকর্ষতা সাধনের এই দ্বার প্রান্তে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়াই এখন আমাদের মূল চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বিজ্ঞান-প্রযুক্তি গবেষণায় উৎকর্ষ সাধন এবং উদ্ভাবনী চিন্তাগুলো সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য এ ধরনের প্লাটফর্ম তৈরি করা অত্যন্ত জরুরি। এছাড়া আমাদের উচিত মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ও কোনো ধরনের নেতিবাচক প্রভাব না ফেলে এমন ধরণের উদ্ভাবনে সবাইকে উৎসাহিত করা। তিনি কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সাইবার সিকিউরিটির বিষয়টি নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
প্রোগ্রামিং কনটেস্টে বেগগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি, তিস্তা ইউনিভার্সিটি, ডেল্টা কম্পিউটার সাইন্স কলেজ, রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন টিম অংশগ্রহণ করে। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ নিরদ বরণ নাথ, পরিচালক মো: জাহাঙ্গীর আলম,রেজিষ্টার মো: সোলায়মান আলী, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান জ্ঞানাঞ্জন রায়। অতিথিরা কনটেস্টের প্রতিযোগিতা পর্যবেক্ষণ করেন। কনটেস্ট শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।