৩০ মাঘ, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

আমাদের প্রতিদিন
1 week ago
30


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে গত আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যার অভিযোগ মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলীহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রওশন জামিল (৩০) কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ শনিবার ( ফেব্রুয়ারী) রাত দেড়টার সময় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে গ্রেফতার দেখিয়ে আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা।

গ্রেফতারকৃত রওশন জামিল (৩০) হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে। রওশন জামিল আলিহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানান পুলিশ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা জানান, গত আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখসহ ৯০-১০০ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের নিহত শিক্ষার্থীর ভাই। হাকিমপুর থানার মামলা ০৭।  থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শিক্ষার্থী হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth