১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

কুড়িগ্রামে সাবেক মহিলা এমপি নাজনীন সুলতানা আটক

আমাদের প্রতিদিন
1 week ago
21


কুড়িগ্রাম প্রতিনিধি:  

কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানা নাজলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে কুড়িগ্রাম শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ।

নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৬-এর এমপি ছিলেন। বর্তমানে কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর স্ত্রী। নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদ মেয়াদে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। জানা যায়, এমপি থাকাকালে তার অনুকূলে বিভিন্ন সরকারি বরাদ্দ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি হাবিবুল্লাহ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে পৃথক দুইটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার সাথে সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার দেখানো হয়েছে। কুড়িগ্রাম থানার জিআর মামলা -৩০০/২৪ এবং  জিআর মামলা-৩১৭/২৪ মামলায় অজ্ঞাত আসামী হিসাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth