রৌমারীতে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাখাওয়াত হোসেন সাখা, রৌমারী (কুড়িগ্রাম) :
রোটারী কমিউনিটি কর্পস অব রৌমারীর সার্বিক ব্যবস্থাপনায়,ঢাকা লুমিনিয়াস এর আর্থিক সহযোগীতায় প্রায় ১ হাজার জন অসচ্ছল পরিবারের কোমলমিত শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সপ্তাহ জুড়ে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব সোয়েটার বিতরন করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ফুলবাড়ি, মির্জাপাড়া, কাশিয়াবারি, যাদুরচর, বালুরগ্রাম, চরধনতোলা, চরটাপুরচরসহ উজান ঝগড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বমোট ১ হাজার জন শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় মহিলাদের মাঝে (৩ থেকে ৫ ফেব্রুয়ারি) ১ হাজার সোয়েটার (কাটিগাইন) বিতরণ করবেন বলে জানান রোটারী কমিউনিটি কর্পস অব রৌমারী সাধারণ সম্পাদক রফিকুল আলম শাহীন।
বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন মনোয়ারা বেগম, ফাহিদ হাসান সুমন, আবুল কালাম, হযরত আলী, এমজি শহীদ, এরশাদুল ইসলাম, শামছুদ্দোহা, মারুফা আক্তারসহ অনেকেই। এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও দৈনিক কালবেলা ও আমাদের প্রতিদিনের রৌমারী উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাখা উপস্থিত ছিলেন।
রোটারী কমিউনিটি কর্পস অব রৌমারী (আর সি সি) এর সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম শাহীন দৈনিক আমাদের প্রতিদিনকে বলেন, রোটারী কমিউনিটি কর্পস অব রৌমারীকে সার্বিক সহযোগিতা করেছেন রোটারি ক্লাব অব ঢাকা লুমিনিয়াস ও ঢাকাস্থ বিভিন্ন শুভাকাঙ্খীগন।
তিনি আর বলেন, ঈদ, শীত ও প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও নিয়মিত প্রতি মাসে অসচ্ছল কর্মমুখী মানুষের জন্য রয়েছে আমাদের লাভবিহিন ঋন সুবিধা, যেমন ভেনগাড়ী, ক্ষুদ্রঋন, মহিলাদের জন্য সুন্দর জীবন, শিক্ষিত তরুণদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ এমন অনেক সুবিধাই দেয়া হয় যা সম্পূর্ণ নিঃস্বার্থ ভাবে।