পীরগাছার তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি আহাম্মদ-সম্পাদক খলিলুর
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার ৬নং তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ওয়ার্ড কমিটির ৪শ ৫৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে সভাপতি পদে নির্বাচিত হন আহম্মেদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলমগীর কবির। সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন প্রভাষক খলিলুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন শাহিনুর রশিদ কামাল। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন রেফায়েত উল্যাহ। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন শামসুজ্জামান। সম্মেলনে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ আমিনুল ইসলাম রাঙা।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ¦ আফছার আলী। এসময় উপস্থিত ছিলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিবৃন্দ।
বিকেলে ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ আমিনুল ইসলাম রাঙা।
তিনি বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে। তাই গণতন্ত্রের চর্চার অংশ হিসাবে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনানুযায়ী তৃণমূল পর্যায়ে সদস্যদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। যা গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে একমাত্র রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপি দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি সকল পর্যায়ের নেতাকর্মিদেরকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং নতুন বাংলাদেশ বির্নিমাণে কাজ করার জন্য আহ্বান জানান।