রংপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রংপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা (২০২৫), আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
২ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০টায় নগরীর লালবাগ এলাকায় অবস্থিত কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজে মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির সভাপতি ও রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে রংপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহেদ মিঞা’য় সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কারমাইকেল কলেজের উপধ্যক্ষ প্রফেসর ড. রেহেনো খাতুন, কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোছাঃ শেগুফতা নাসরীন, ক্রীড়া অনুষ্ঠানের আহবায়ক কৈলাশ চন্দ্র সরকার, ক্রীড়া সচিব নুর মোহাম্মদ সাহাজাদা, শিক্ষক মোঃ মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক সাদাকাত হোসেন, মাহামুদা বেগম, ফারজানা বেগম।
এ সময় কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।