৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

পীরগঞ্জে আলু চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 month ago
114


পীরগঞ্জ প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানসম্মত আলু বীজ উৎপাদনের লক্ষ্যে চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ (১২ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে বাদশা সীড এন্ড কোম্পানির আয়োজনে চাপড়াগঞ্জ বাজারে পীরগঞ্জ-বোচাগঞ্জ এলাকার আলু চাষিদের নিয়ে এই মাঠ দিবস হয়।

এসময় উপস্থি ছিলেন বাদশা সীড এন্ড কোম্পানির মালিক ইকবাল মহামুদ, কোম্পানির সমন্বয়কারী মামুনুর রশিদ সুমন, প্রোডেশন ম্যানেজার আব্দুল করিম, কোম্পানির অফিসর সোহেল রানা, কৃষক জুয়েল চৌদুরী, ডিলার ফিরোজ মোল্লা সহ আরো অনেকে।

সভায় কৃষক ও ডিলারদের ডায়মন্ড এস্টারিক্স বাড়ি ও ৮৬ এলুয়েট আগাম জাতের সানসাইন মিউজিকা লাল আলুর বীজ উৎপাদন বিষয় পরামর্শ প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth