বীরগঞ্জে মহাসড়কে আলু ফেলে প্রতিবাদ ও সমাবেশ

আলুর ন্যায্য মূল্য, হিমাগারের অন্যায্য ও অযৌক্তিক ভাড়া বৃদ্ধি বন্ধের দাবিতে
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আলুর ন্যায্য মূল্য, হিমাগারের অন্যায্য ও অযৌক্তিক ভাড়া বৃদ্ধি বন্ধের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে প্রতিবাদ ও সমাবেশ করে আলু চাষী ও ব্যবসায়ী সমিতি লিমিটেড। এ সময় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে আলু ফেলে সড়ক অবরোধ করেন বিক্ষুদ্ধ আলু চাষী ও ব্যবসায়ীরা। ঘন্টাব্যাপী অবরোধের ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দাবি পুরণে এক সপ্তাহের সময় দিয়ে দুপুর ১২টায় অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় আলু চাষী ও ব্যবসায়ী সমিতি লিমিটেডের আয়োজনে বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্ত্বরের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচী চলাকালে আলু চাষী ও ব্যবসায়ী সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হর সুন্দর বর্মন, আলু চাষী কাজী আনোয়ার হোসেন, সন্তোষ কুমার, মোঃ আজিজুল ইসলাম, মোঃ একরামুল হক প্রমুখ।
সমাবেশে বক্তাগণ বলেন, গত মৌসুমে আলু চাষ করে কৃষক এবং ব্যবসায়ীরা লাভবান হলেও এবার তারা সর্বশান্ত। আলু চাষে এবার বেশির ভাগ কৃষক তাদের সব পুঁজি বিনিয়োগ করেছে। কিন্তু এক দিকে আলু দাম নেই আরেক দিকে হিমাগার মালিকদের সিন্ডিকেট। আলু নিয়ে ক্ষতি মুখে পড়েছে কৃষক ও ব্যবসায়ীরা। আবার আলু হিমাগারে রাখতে গিয়ে ভাড়া বৃদ্ধির কবলে পড়েছে তারা। আগে ৬০কেজি ওজনের একটি আলুর বস্তা ৩৫০টাকা হিমাগার ভাড়া পরিশোধ করতে হতো কিন্তু বর্তমানে তা বৃদ্ধি করে ৫২০টাকা করা হয়েছে। এই মুহুর্তে কি বৈদ্যুতের দাম বাড়ে নি, বাড়েনি হিমাগারে শ্রমিকদের বেতন। তাহলে কি কারণে হিমাগারের ভাড়া বৃদ্ধি করা হলো এটা আমরা জানতে চাই। আগামী ৭দিনের মধ্যে যদি দাবি না মানা হয় তাহলে সকল আলু চাষী ও ব্যবসায়ীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন তারা।
দুপুরে ঘটনাস্থলে এসে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী উভয় পক্ষের সাথে অলোচনা করে কৃষক ও ব্যবসায়ীদের যৌক্তিক দাবি পুরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে জানিয়ে আশ্বাস প্রদান করলে অবরোধ তুলে নেয়।