৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

রংপুরের পীরগঞ্জের আলোচিত মা-মেয়ে হত্যার ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি

আমাদের প্রতিদিন
1 month ago
44


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের পীরগঞ্জের আলোচিত মা মেয়ে হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে মুল অভিযুক্ত আতিকুর রহমান মন্ডল পীরগঞ্জ থানা আমলী আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ এর বিচারক মনতাজ আলী স্বীকারোক্তি মূলক জবানবন্দি গ্রহণ করেন।আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. এ ফারুক।

ওসি আরো জানান, গত ৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮ টার সময় মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন,  পীরগঞ্জ থানার ১৪ নং চতরা ইউনিয়নের কাটাদুয়ার মৌজাস্থ বড় বদনাপাড়া গ্রামের জনৈক শাহারুল ইসলামের জমির মরিচ ক্ষেতে একজন অজ্ঞাত মহিলার মস্তক বিহীন মৃতদেহ পড়ে আছে। ওই সংবাদের ভিত্তিতে ওসি পীরগঞ্জ তার টিমসহ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজন অজ্ঞাত মহিলার মস্তক বিহীন মৃতদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয় লোকজন মৃতদেহটি সনাক্ত করতে না পারায় সিআইডির বিশেষজ্ঞ টিমকে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে এসে মৃতদেহের হাতের আঙ্গুলের ছাপ গ্রহণ করেন। আঙ্গুলের ছাপ অনুযায়ী মৃতের নাম দেলোয়ারা বেগম। পিতা মৃত রবিউল ইসলাম, বাড়ি নীলফামারী জেলার জলঢাকা থানার পশ্চিম গোলমুন্ডা ফকির পাড়া গ্রাম। বর্তমান ঠিকানা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার দিলালপুর ফুলপুকুরিয়া গ্রাম। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে মৃতদেহ গ্রহণের কোন অভিভাবক না থাকায় আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফনের ব্যবস্থা করেন।

এদিকে এই ঘটনায় পীরগঞ্জ থানার এসআই অনন্ত কুমার বর্মন বাদী হয়ে মামলা দায়ের করেন এবং একই থানার ওসি নিজেই মামলার তদন্তভার গ্রহণ করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকান্ড সংঘটনকারী আতিকুর রহমান মন্ডল কে গ্রেফতার করেন। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আতিকুর রহমানের দেয়া তথ্য ও সনাক্ত মতে ৩৬ ঘন্টা পর কাটা মস্তক উদ্ধার করে পুলিশ। পরবর্তিতে পুণরায় জিজ্ঞাসাবাদে পরকীয়ার বলি হত্যার শিকার  দেলোয়ারা’র ৪ বছরের শিশু কন্যা সাইমা’কে হত্যা করার কথা স্বীকার করে অভিযুক্ত আতিকুর। তার দেখানো ও সনাক্ত মতে নিহত দেলোয়ারার শিশু কন্যা সাইমা (০৪) এর গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারী অভিযুক্ত আতিকুর রহমানকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের দ্বিতীয় দিনে অভিযুক্তের দেয়া তথ্য অনুযায়ী দেলোয়ারা বেগমকে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয় করতোয়া নদী থেকে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আতিকুর রহমান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদানের ইচ্ছা পোষন করেন এবং সেই অনুযায়ী পীরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালতে বিচারক মনতাজ আলীর কাছে জবানবন্দি দেন তিনি।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. এ ফারুক বলেন, আলোচিত মা মেয়ে হত্যার ঘটনায় অভিুক্ত আতিকুর রহমানের মা আফিয়া বেগমকেও গ্রেফতার করা হয়েছে, তিনি জেল হাজতে রয়েছেন। সেই সাথে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করায় আতিকুর রহমানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth