রংপুর প্রাইম মেডিকেল কলেজে শিক্ষার্থীর উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
রংপুর প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থীর উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেন সকল শিক্ষাথীবৃন্দ। আজ (১৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রাইম মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে মানব্বন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রাইম মেডিকেল কলেজের দুই ব্যাচের শিক্ষার্থীদের মাঝে র্যাগিং এর নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। তারা অরও বলেন, পিএমসি ১৩ তম ব্যাচের শিক্ষার্থী দ্বারা র্যাগিং এর নামে পিএমসি ১৬ তম ব্যাচের খালেদ সাইফুল্লাহ তোহা কে মারধন করে গুরুতর জখম করা হয়েছে। তাই পাশবিক এই নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে প্রাইম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর নুর ইসলাম জানান, ঘটনার বিষয়ে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।