৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

শহিদ জোহা দিবসকে 'জাতীয় শিক্ষক দিবস' ঘোষণার দাবিতে রাবিতে গণস্বাক্ষর

আমাদের প্রতিদিন
1 month ago
119


রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহিদ ড. জোহা দিবসকে 'জাতীয় শিক্ষক দিবস' ঘোষণার দাবিতে ব্যাপক গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের আয়োজনে বৃহস্পতিবার এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন,

"উনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে শহিদ জোহার আত্মত্যাগ অনন্য। তার স্মরণ শুধু রাবিতে নয়, সারা দেশজুড়ে জাতীয়ভাবে হওয়া উচিত। এতদিনেও এই দাবির বাস্তবায়ন হয়নি, যা দুঃখজনক। আমরা অবিলম্বে দিবসটি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি জানাই!"

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন ও অধ্যাপক ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ, নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারওয়ার, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্তসহ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী।

শুধু শিক্ষকরাই নয়, সাধারণ মানুষও এই দাবির পক্ষে সমর্থন দিয়েছেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম এবং রাবির প্রবীণ রিকশাচালক আনছার আলীও এতে স্বাক্ষর করেছেন। আনছার আলী বলেন,

"শিক্ষকরা যদি জাতির পথপ্রদর্শক হন, তাহলে শহিদ জোহা তাঁদের অগ্রদূত। এই দিনটি শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত।"

কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি রায়হান ইসলাম বলেন,

"শহিদ জোহা স্বাধীন বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। অথচ ৫৪ বছর পেরিয়ে গেলেও তার আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি মেলেনি। এটি শুধু জোহার জন্য নয়, বরং পুরো জাতির জন্যই লজ্জার বিষয়।"

কর্মসূচির আয়োজকরা জানিয়েছেন, এই গণস্বাক্ষর অভিযান চলবে আরও কয়েকদিন। তারা আশাবাদী, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর নজরে এ বিষয়টি এলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth