তিস্তার মেগা প্রকল্প ও পানির ন্যায্য হিস্যা চাই -সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা আমাদের প্রাণ, তিস্তা নদীকে ঘিরে অনেক মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়। সে নদী আজ মরুভূমিতে পরিনত হয়েছে। তাই তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
আজ ( ১৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকালে রংপুরের কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবীতে তিস্তা রেল সেতু এলাকায় ১৭ ও ১৮ ফেব্রুয়ারী দুইব্যাপী লাগাতার কর্মসূচী সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদী সরকার ভারতকে অনেক কিছু দিয়েছে। কিন্তু তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করেনি। পানির অভাবে আজ তিস্তা মরুভূমিতে পরিনত হয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে তিস্তা খনন না করায় বর্ষায় নদী ভাঙনে হাজার হাজার মানুষ গৃহহারা হয়ে পড়েছে। বন্যায় ভেসে নিয়ে যায় কৃষকের স্বপ্ন সোনালী ফসল। শুষ্ক মৌসুমে পানির অভাবে ফসল ফলাতে পারেনা কৃষকেরা। তাই তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবী জানিয়ে এই আন্দোলন।
তিস্তা রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসার সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি, সাবেক যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ প্রমূখ।