আওয়ামীলীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে আগামীকাল ডিমলায় বিক্ষোভ সমাবেশের ডাক

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
১৩ ফেব্রুয়ারি ২০২৫ গাজীপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে শহীদ মীর কাশেমের মৃত্যুতে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে আগামীকাল ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ডিমলায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ডিমলা উপজেলা শাখা।
আজ ১৩ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার ) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলার অফিসিয়াল পেইজ থেকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দরা প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় মীর কাশেমের মৃত্যুর ঘটনায় সারাদেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদ মীর কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল করার ঘোষণা করে প্রোগ্রাম সফল করছে। ফলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিমলা উপজেলায় কর্মসূচির সফল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়াও নেতৃবৃন্দরা বলেন, আওয়ামীলীগ দেশে সুশাসন ও গণতন্ত্রের বিপরীতে কাজ করেছিল। গণতন্ত্রকে কবরে পাঠিয়েছিল। দমন-পীড়নমূলক নীতির কারণে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছিল। ফলে তাদের দেশবিরোধী কর্মকাণ্ড এবং চক্রান্ত এখনও দৃশ্যমান আছে। তাই আওয়ামী লীগের বিচার এবং সন্ত্রাসী সংগঠন হিসবে নিষিদ্ধের দাবিতে রাজপথে আন্দোলন চলমান থাকবে বলে নেতৃবৃন্দরা জানান।