তিস্তা বাঁচাও স্লোগানে রংপুরে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা মেগাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যার্য্য হিস্যার দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে দুইদিন ব্যাপী লাগাতার কর্মসূচী সফল করার লক্ষ্যে রংপুর নগরীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মী।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সালেক পাম্প, জাহাজ কোম্পানী মোড়, মেডিকেল মোড়, ধাপসহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্তিত ছিলেন, রংপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম শহীদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, জেলা যুবদলের নেতা সোহেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী বাবু, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু প্রমুখ। এসময় নেতৃবৃন্দ আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার তিস্তা নদীর তীরবর্তী এলাকায় লাগাতার অবস্থান কর্মসূচীতে দল-মত নির্বিশেষে সকলকে উপস্থিত হবার আহ্বান জানান।